তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ১৩ অক্টোবর, ২০২১

সাউন্ডক্লাউডে ‘আমার দেখা নয়াচীন’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিনির্ভর ভ্রমণকাহিনি ‘আমার দেখা নয়াচীন’ প্রকাশ হয়েছে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফরম সাউন্ড ক্লাউডে। অনলাইনে পুরো লেখাটি পর্ব আকারে শুনতে পারবেন শ্রোতারা। অডিও বইটি প্রকাশ করেছে আইসিটি বিভাগ। ২১টি পর্বে মোট সাড়ে চার ঘণ্টার এ অডিওক্লিপে সংযোজিত হয়েছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড যা শ্রোতাকে কাহিনির বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়; ভাসিয়ে নিয়ে যায় কল্পনার দেউড়িতে। ১৯৫৪ সালে যখন রাজবন্দি হিসাবে কারাগারে ছিলেন তখন এ ডায়েরিটি লিখেছিলেন বঙ্গবন্ধু। তার লেখা খাতাখানার ওপর গোয়েন্দা সংস্থার সেন্সর ও কারাগার কর্তৃৃপক্ষের যে সিল দেওয়া আছে তা থেকেই সময়কালটা জানা যায়। ২০২০ সালে প্রথম ‘আমার দেখা নয়াচীন’ বইটি প্রকাশিত হয়। এ লিঙ্ক https://soundcloud.com/user-571466493 থেকে শোনা যাবে অডিও বইটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close