তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ১২ অক্টোবর, ২০২১

পিক্সেল ৬ আনছে গুগল

অক্টোবরের ১৯ তারিখেই পিক্সেল ৬ আনবে গুগল। সম্প্রতি এ ব্যাপারে নিশ্চিত করেছে মার্কিন এ সার্চ জায়ান্ট। বাংলাদেশ সময় রাত ১১টায় পিক্সেল সম্পর্কিত বিস্তারিত সব তথ্য জানাবে প্রতিষ্ঠানটি। পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো সম্পর্কিত কিছু তথ্য অবশ্য এরই মধ্যে জানা গেছে। এতেই প্রথমবারের মতো দেখা মিলবে নিজস্ব চিপ ‘টেনসর’ এর। স্পিচ রিকগনিশন, অন ডিভাইস লাইভ ক্যাপশন এবং ট্র্যান্সলেশনের মতো ফোনটির এআই নির্ভর ফিচারগুলোর ভার সামলাবে চিপটি। ফোনে ক্যামেরা আপগ্রেডও দেখা যাবে। আগের মডেলগুলোর তুলনায় পিক্সেল ৬ এর মূল ক্যামেরা ১৫০ শতাংশ বেশি আলো প্রবেশ করতে দেবে। অন্য দিকে, পিক্সেল ৬ প্রো-এ থাকবে ফোর এক্স অপটিকাল জুম এবং বাড়তি টেলিফটো লেন্স। গুগলের দাবি, তাদের চিপ টেনসর ছবি প্রক্রিয়াকরণ সক্ষমতা উন্নত করবে। নির্মাতা প্রতিষ্ঠানের বরাত দিয়ে এনগ্যাজেট বলছে, একবারের চার্জে এক দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। তবে এ কথা বলতে গুগল ঠিক কত ঘণ্টা বুঝিয়েছে, তা এখনো পরিষ্কার নয়। ডিভাইসটি ফাইভ-জি সামঞ্জস্যপূর্ণ হবে এবং নতুন অ্যান্ড্রয়েড ১২ এর ফিচারের সুবিধা পাওয়া যাবে। কিছু তথ্য এখনো জানায়নি গুগল। যেমন- ফোনটির সিপিইউ বা জিপিইউ কোর কত হতে পারে, র‌্যাম কত থাকতে পারে ইত্যাদি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close