তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ১১ অক্টোবর, ২০২১

এনএফসি চিপ নিয়ে ঝুঁকিতে অ্যাপল!

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে নতুন অ্যান্টিট্রাস্ট মামলা ঠুকে দিতে পারেন ইউরোপিয়ান ইউনিয়নের নীতিনির্ধারকরা। সংশ্লিষ্টরা বলছেন, বড় আকারের জরিমানার মুখে পড়তে পারে অ্যাপল; নিজস্ব মোবাইলভিত্তিক লেনদেন ব্যবস্থা প্রতিদ্বন্দ্বীদের জন্য উন্মুক্ত করে দিতে বাধ্য করা হতে পারে প্রতিষ্ঠানটিকে। ইউরোপের বাজারে অ্যাপল নতুন মামলা ঝুঁকিতে থাকার খবর জানিয়েছে একটি বার্তাসংস্থা। ২০২০ সালের জুন থেকেই ইউরোপিয়ান ইউনিয়নের অ্যান্টিট্র্যাস্ট প্রধান মার্গ্রেথ ভেস্টেগারের নজরদারিতে আছে অ্যাপলসহ বড় প্রতিটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এর আগে অ্যাপল পে নিয়ে তদন্তে নেমেছিলেন ভেস্টেগার।

নতুন যে বিষয়গুলো নিয়ে অ্যাপল নতুন অ্যান্টিট্রাস্ট মামলার মুখে পড়তে পারে, তার মধ্যে আছে অ্যাইফোনের এনএফসি চিপ নির্ভর ‘ট্যাপ-অ্যান্ড গো’ লেনদেন প্রযুক্তি, মার্চেন্টদের অ্যাপ ও ওয়েবসাইটে অ্যাপল পে ব্যবহার করে মোবাইলভিত্তিক লেনদেন সেবার নীতিমালা ও শর্তগুলো এবং নিজস্ব লেনদেনে ব্যবস্থায় প্রতিদ্বন্দ্বীদের প্রবেশাধিকার দিতে অ্যাপলের অস্বীকৃতি। কেবল অ্যাপল পে দিয়েই প্রবেশাধিকার পাওয়া যায় বলে এনএফসি চিপের দিকেই নজর দিচ্ছে ইউরোপিয়ার কমিশন। কোভিড-১৯ মহামারি চলাকালীন জনপ্রিয়তা বেড়েছে অ্যাপলের এনএফসি নির্ভর লেনদেন সেবার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close