তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ১৯ সেপ্টেম্বর, ২০২১

এস গেম স্ট্রিম করা যাবে পিসিতে

এখন থেকে এক্সবক্স সিরিজ এক্স/এস থেকে সরাসরি পিসিতে গেম স্ট্রিম করা যাবে। সম্প্রতি এক্সবক্স পিসি অ্যাপে এসেছে সুবিধাটি। এ ছাড়াও এক্সবক্স গেইম পাসে অ্যাপটি সব কনসোল টাইটেল-ই ক্লাউডের মাধ্যমে স্ট্রিম করতে দেবে বলেই উঠে এসেছে এনগ্যাজেটের প্রতিবেদনে। এবারই প্রথম এক্সবক্স সিরিজ এক্স/এস কনসোলের গেম দূর থেকেই সরাসরি পিসিতে খেলার সুযোগ করে দিলো মাইক্রোসফট। এর আগে ২০১৫ সালে এক্সবক্স ওয়ানের গেমস পিসিতে স্ট্রিম করার সুযোগ নিয়ে এসেছিল প্রতিষ্ঠানটি। ওই ফিচারটির-ই স্থিতিশীলতা আরো উন্নত করা হয়েছে এবং কনসোল থেকে ৬০ ফ্রেম প্রতি সেকেন্ড পর্যন্ত ১০৮০ পি-তে গেম স্ট্রিম করার মতো বাড়তি ফিচার যোগ করা হয়েছে, জানিয়েছে নির্মাতা। মাইক্রোসফট আরো উল্লেখ করেছে, বিশ্বের ২২টি দেশের এক্সবক্স গেইম পাস আল্টিমেট সাবস্ক্রাইবাররা এখন ক্লাউডের মাধ্যমে উইন্ডোজ ১০ পিসিতে কনসোল টাইটেল খেলতে পারবেন। এজন্য প্রয়োজন পড়বে সদস্যপদ, সামঞ্জস্যপূর্ণ কন্ট্রোলার এবং যথেষ্ট ভালো ইন্টারনেট সংযোগের। গেমারকে এভাবে গেম খেলার জন্য শুধু এক্সবক্স অ্যাপের ‘ক্লাউড গেমিং বাটন’ চাপতে হবে। এরপর নিজে নিজে বা বন্ধুদের সঙ্গে খেলার জন্য গেম স্ট্রিম করা যাবে। ক্লাউডের মাধ্যমে গেম পাস আল্টিমেটে গেম খেলার জন্য এখন ২৯৪টি কনসোল গেম

রয়েছে। সে তুলনায় পিসি গেম রয়েছে ১১৫টি। মাইক্রোসফট যে যত

বেশি সম্ভব ডিভাইসে ক্লাউড গেমিং আনতে চাইছে, সে ইঙ্গিত আবারও মিলল এই আপডেটের মধ্য দিয়ে।

এ মন্তব্য এনগ্যাজেটের। দূর থেকে

খেলার অপশনটি আইওএস, অ্যান্ড্রয়েড ফোন এবং ট্যাবলেটের জন্যও

রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close