তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ১৪ সেপ্টেম্বর, ২০২১

হোয়াটসঅ্যাপে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, সব ব্যবহারকারী এখন তাদের চ্যাটিং হিস্ট্রির ব্যাকআপ এনক্রিপ্ট করতে পারবেন। ২০১৬ থেকেই এনক্রিপশন সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজে। কিন্তু ব্যাকআপের ক্ষেত্রে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা ছিলো না এত দিন।

কিন্তু এখন সর্বশেষ আপডেট অনুসারে ক্লাউড স্টোরেজ সেবায় ব্যাকআপ পৌঁছানোর আগেই তাতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন যোগ করে দিতে পারবেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘আসন্ন সপ্তাহগুলোতে’ ব্যবহারকারীরা আপডেটটি হাতে পেতে পারেন। এক ব্লগ পোস্টে মেসেজিং সেবাদাতা প্রতিষ্ঠানটি লিখেছে, এনক্রিপশন সচল হয়ে যাওয়ার পর হোয়াটসঅ্যাপ বা ব্যাকআপ সেবাদাতা কেউই আর ব্যাকআপ চ্যাটিং হিস্ট্রিতে প্রবেশ করতে পারবেন না। ব্যাকআপ ‘অভিনব, এলোমেলোভাবে সৃষ্ট এনক্রিপশন কি’ দিয়ে সুরক্ষিত থাকবে। ব্যবহারকারীদের দুটি বিকল্প থেকে বেছে নেওয়াপর সুযোগ দেবে প্রতিষ্ঠানটি। প্রথমটি হলো ম্যানুয়ালি ৬৪ বিট ‘কি’ সংরক্ষণ করার, আর দ্বিতীয়টি পাসওয়ার্ড ঠিক করে রাখার যা ব্যবহার করে ‘কি’-তে প্রবেশ করা যাবে। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, একবার ৬৪ বিট এনক্রিপশন কি হারিয়ে ফেললে ব্যাকআপ উদ্ধারের আর কোনো উপায় থাকবে না। এ ছাড়াও সম্প্রতি একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ সমর্থনের ব্যাপারে জানানো হয়েছে। ব্যাকআপ এনক্রিপশন শুধু প্রাথমিক ডিভাইসের ক্ষেত্রে কাজ করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close