তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ০৫ আগস্ট, ২০২১

ভিডিও গেম ‘ইলেকট্রনিক মাদক’

চীনের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ভিডিও গেমকে ‘ইলেকট্রনিক মাদক’ বলে অভিহিত করার পরপরই শেয়ারবাজারে বড় ধরনের ধাক্কা খেয়েছে শীর্ষ দুটি চীনা গেম নির্মাতা প্রতিষ্ঠান। টেনসেন্ট এবং নেটইজ-এর শেয়ারমূল্য হংকংয়ের শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ১০ শতাংশেরও বেশি পড়ে যায়। পরে অবশ্য সেই লোকসানের কিছুটা পুনরুদ্ধার হয়েছে।

দেশটিতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর রাষ্ট্রীয় খড়্গ নিয়ে বিনিয়োগকারীরা ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। গত কয়েক মাসের মধ্যেই চীনা কর্তৃপক্ষ ব্যক্তিমালিকানাধীন প্রযুক্তি এবং অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি করার মতো বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে। সরকারি প্রকাশনা ‘ইকোনমিক ইনফরমেশন ডেইলি’তে প্রকাশিত একটি নিবন্ধ বলছে, অনেক কিশোর-কিশোরী অনলাইন গেমিংয়ে আসক্ত হয়ে পড়েছে এবং এটি তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সংবাদমাধ্যমটি সরকারি সিনহুয়া সংবাদ সংস্থার অংশ। ওই নিবন্ধে টেনসেন্টের অসম্ভব জনপ্রিয় গেম ‘অনার অফ কিংসে’র উল্লেখ করে বলা হয়েছে, অনেক শিক্ষার্থী দিনে আট ঘণ্টা পর্যন্ত এই গেমে বুদ হয়ে থাকে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চীনের বজ্রমুষ্টি আরো কঠোর করার প্রস্তাব এসেছে ওই নিবন্ধে। অনলাইন গেমকে ‘আধ্যাত্মিক আফিম’ হিসেবে বর্ণনা করা হয়েছে লেখায়। ‘কোনো শিল্প বা কোনো খেলাকে এমনভাবে বিকাশ করতে দেওয়া যায় না; যাতে এটি একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়।’ গেমটির নির্মাতা টেনসেন্ট বলেছে, প্রতিষ্ঠানটি ‘অনার অফ কিংস’ খেলায় শিশুদের প্রবেশাধিকার এবং এতে দেওয়া সময় নিয়ন্ত্রণ করার ব্যবস্থা চালু করবে। শেষ পর্যন্ত সবগুলো গেমেই এই নীতি নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছে তারা। দেশটির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম উইচ্যাটে ইকোনমিক ইনফরমেশন ডেইলির অ্যাকাউন্ট থেকে নিবন্ধটি মুছে ফেলার পরপরই ফের শেয়ারের দাম বাড়তে শুরু করেছে। গত সপ্তাহেও টেনসেন্টের শেয়ার একবার ধাক্কা খেয়েছে। বিশ্বজুড়ে মিউজিক রেকর্ড লেবেলের সঙ্গে সংগীত লাইসেন্সিং বিষয়ে একচেটিয়া চুক্তির রেওয়াজ বন্ধ করার আদেশ আসার পরপরই ওই ঘটনা ঘটে। এই আদেশের উদ্দেশ্য ছিল দেশে অনলাইন মিউজিক স্ট্রিমিংয়ে টেনসেন্টের একচেটিয়া আধিপত্য বন্ধ করা। ২০১৬ সালে একটি অধিগ্রহণের পর চীনের সংগীত স্ট্রিমিংয়ের শতকরা ৮০ ভাগের নিয়ন্ত্রণ চলে আসে প্রতিষ্ঠানটির হাতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close