তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ০২ আগস্ট, ২০২১

শুরু হয়েছে ‘শতবর্ষে শত আশা-রাইজ আপ’

তথ্যপ্রযুক্তির সম্ভাবনাময় খাতে বাংলাদেশ ও ভারতের তরুণ উদ্যোক্তাদের সমন্বয়ের মাধ্যমে নতুন উদ্ভাবনী খাত তৈরির লক্ষ্য নিয়ে শুরু হয়েছে

ওয়েবিনার সিরিজ ‘শতবর্ষে শত আশা-রাইজ আপ’।

মুজিববর্ষ, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষে এই ওয়েবিনার সিরিজের আয়োজন করা হয়েছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এবং ভারতীয় হাইকমিশনারের যৌথ উদ্যোগে। ২৭ জুলাই সিরিজের প্রথম ওয়েবিনার ‘স্টার্টআপ ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ অ্যান্ড ভারত : টেক স্টার্টআপস ট্রান্সফরমিং দ্য ফিউচার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দুরাইস্বামী। ২৬ মার্চ এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের ৫০ জন তরুণ উদ্যোক্তাকে ভারত সফরের আমন্ত্রণ জানাবেন বলে উল্লেখ করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে উদ্বোধনী বক্তব্যে ভারতের তরুণ উদ্যোক্তাদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানোর ইচ্ছা প্রকাশ করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী। অন্যদিকে ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দুরাইস্বামী বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে রাইজআপ প্ল্যাটফরমটি ভারত ও বাংলাদেশ থেকে পরামর্শদাতা, উদ্ভাবক, উদ্যোক্তা, বিনিয়োগকারীদের সম্মিলন ঘটাবে। এই প্ল্যাটফরমটি একটি ‘ফলপ্রসূ ও ক্রস-লার্নিং সুযোগ’ সৃষ্টি করবে; যা উভয় দেশের মেধাবী উদ্যোক্তাদের, বিশেষত তরুণ উদ্ভাবকদের উপকারে আসবে।’ এই ওয়েবিনার সিরিজে বাংলাদেশ ও ভারতের প্রায় ১ হাজার ২০০ তরুণ উদ্যোক্তাসহ বিশেষজ্ঞরা অংশ নেবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্টার্টআপ বাংলাদেশ। চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ওয়েবিনারের বাকি পাঁচ পর্ব অনুষ্ঠিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close