তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ২৮ জুলাই, ২০২১

ইএ প্লে লাইভ আনছে যে চারটি গেম

‘ইএ প্লে লাইভ’ নতুন গেমের ব্যাপারে গেইমারদের ধারণা দেওয়ার চেষ্টা করেছে। এরমধ্যে এমন অনেক টাইটেল ছিল, যেগুলোর আসার ব্যাপারে আগে থেকেই আন্দাজ করে আসছিলেন গেইমাররা। আবার কিছু টাইটেলের নাম দিয়ে ইএ চমকে দিয়েছে গেইমারদের। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনের বরাতে চলুন জেনে নেওয়া যাক টাইটেলগুলো সম্পর্কে

নতুন সাজে আসছে ‘ডেড স্পেস’

ডেড স্পেস গেইমটি আবারও তৈরি হচ্ছে। তবে, আভাসের বেশি বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি ইএ। এমনকি কবে আসবে তা-ও জানায়নি। তবে পিসি, পিএস৫ এবং এক্সবক্স সিরিজ এক্স-এ খেলা যাবে গেমটি। আসল ডেড স্পেস প্রথম বাজারে এসেছিল ২০০৮ সালে। এরপর বের হয়েছিল গেমটির আরো পাঁচ কিস্তি। গোটা গেমটিই খেলতে হয় ২৬ শতকের পটভূমিতে। নতুন মোড আসছে ব্যাটলফিল্ড ২০৪২-এ

এই ঘোষণাটিকে চমক বলা চলে। ইএ জানায়, ব্যাটলফিল্ড ২০৪২ এর জন্য ব্যাটলফিল্ড পোর্টাল নামে মোড আনা হচ্ছে। গোটা মোডটিই ব্যবহারকারী সৃষ্ট কনটেন্টের আবহে ঘেরা। মূল ২০৪২ গেমের সাতটি মানচিত্রেরই দেখা মিলবে মোডে। এ ছাড়াও ক্ল্যাসিক ব্যাটলফিল্ড টাইটেল থেকে থাকবে ছয়টি ম্যাপ। ব্যাটলফিল্ড ২০৪২ এ গেমের সঙ্গেই অক্টোবর ২২-এ দেখা মিলবে মোডটির।

নতুন সিজন পাচ্ছে নকআউট সিটি

বড়মাপের আপডেট আসছে মাল্টিপ্লেয়ার গেম নকআউট সিটিতে। জুলাই ২৭-এ দেখা মিলবে গেমটির দ্বিতীয় পর্ব ‘ফাইট অ্যাট মুভিস’-এর। আপডেটে নতুন ম্যাপের দেখা পাবেন গেইমাররা। অনেকটা হলিউডের মতো চলচ্চিত্র নির্মাণ সেটে গেমটি খেলার সুযোগ মিলবে এতে।

রেসিং গেমে গল্প আনছে গ্রিড লেজেন্ডস

কোডমাস্টার এখন ইএ-এর মালিকানায়। স্টুডিওর পরবর্তী গেমটি হবে অনেকটা চলচ্চিত্রের মতো কাহিনিবহুল রেসিং গেম। নিজেদের স্টোরি মোড-এর সিনেম্যাটিক্স এক্সআর এ ধারণ করেছে স্টুডিওটি। গেমে ক্ল্যাসিক স্পোর্ট আন্ডারডগ কাহিনি দেখতে পাবেন গেইমাররা। চাইলে তৈরি করে নেওয়া যাবে কাস্টম রেস-ও। সেখানে অনেক রকমের গাড়ি মিলবে রেসের জন্য। ২০২২ সালে আসার কথা রয়েছে গেমটির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close