তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ০৮ এপ্রিল, ২০২১

নতুন স্টার ওয়ার্স গেম পেছাল

লেগো স্টার ওয়ার্সের নতুন গেম পেতে আরো লম্বা সময় অপেক্ষা করতে হবে গেমারদের। টিটি গেমস নিজেদের ‘লেগো স্টার ওয়ার্স : দ্য স্কাইওয়াকার সাগা’ গেমটির আসার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে।

গেমটির আসার কথা ছিল ২০২০ সালে। কিন্তু পরে তা পিছিয়ে দেওয়া হয় ২০২১ সালের বসন্ত পর্যন্ত। এবার এসে ফের এক দফা পেছাল গেমটি। উল্লেখ্য, ২০১৯ সালে গেমটি উন্মোচিত হয়েছিল। ভার্জের প্রতিবেদনে উঠে এসেছে, গেম আসার তারিখ পিছিয়ে দেওয়া প্রসঙ্গে কিছু জানাননি ডেভেলপাররা। শুধু লিখেছেন, তাদের আরো ‘সময় প্রয়োজন’। লঞ্চ বিস্তারিত ‘যত দ্রুত সম্ভব’ আসছে বলেও উল্লেখ করেছে টিটি গেমস। কোভিড-১৯ বিশ্বে গেম দেরিতে আসার ঘটনা স্বাভাবিক হয়ে উঠেছে। মহামারির কারণে দূর থেকে চলছে গেম ডেভেলপমেন্টের কাজ। এতে বাধার মুখে পড়ছেন ডেভেলপাররা। তবে, অনির্দিষ্টকালের জন্য গেমকে পিছিয়ে দেওয়ার ঘটনা বিরলই বলা চলে। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট মন্তব্য করেছে, স্কাইওয়াকার সাগা পিছিয়ে দেওয়ার মানে এই নয় যে, গেমটি কোনো সমস্যার মুখে পড়েছে। এর মানে দাঁড়ায়, গেমটিতে নির্দিষ্ট কিছু উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়েছে, যার সমাধানে সাময়িক বিলম্বের চেয়েও বেশি সময় প্রয়োজন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close