তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ২১ জানুয়ারি, ২০২১

মহাবিশ্ব দ্রুত সম্প্রসারিত হচ্ছে যে কারণে

মহাবিশ্ব দ্রুত সম্পসারিত হচ্ছে, কিন্তু কেন এই সম্প্রসারণ? বিজ্ঞানীরা বলছেন, কোনো এক গ্রাভিটেশনালি রিপালসিভ শক্তির কারণে এমনটি ঘটছে। বিজ্ঞানীরা ডার্ক এনার্জিকে এ ধরনের বল বলে ধারণা করলেন।

ডার্ক এনার্জি হলো একটি অ্যান্টি গ্রাভিটি [যা গ্রাভিটির মতো মহাবিশ্বের সব কিছুকে আকর্ষণ করে না, বরং বিকর্ষণ করে] বল, যা মহাবিশ্বের ত্বরান্বিত সম্প্রসারণের জন্য দায়ী। আসলে কোনো এক ধরনের অ্যান্টি গ্রাভিটি বলের চিন্তা প্রথম করেছিলেন আইনস্টাইন। যাকে তিনি নাম দিয়েছিলেন কসমোলজিক্যাল কনস্ট্যান্ট এবং একে গ্রিক অক্ষর ? - ল্যামডা দ্বারা সমীকরণে প্রকাশ করেছিলেন।

আইনস্টাইনের সম্মানার্থে ডার্ক এনার্জিকে ?-ল্যামডা দিয়ে চিহিৃত করা হয়। যদিও আইনস্টাইন কসমোলজিক্যাল কনস্ট্যান্টের ধারণাকে তার জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবে বলেছিলেন। কিন্তু তার এই ভুল শুদ্ধ হয়ে আত্মপ্রকাশ করল একসময়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close