তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ১৯ জানুয়ারি, ২০২১

ফোনে কিউআর কোড তৈরি করবেন যেভাবে

বিশেষ কোনো ওয়েবসাইটে লগইন করার জন্যই খুব সহজেই মোবাইল ফোনের ব্রাউজার থেকে কিউআর কোড তৈরি করা সম্ভব। অ্যানড্রয়েড ফোন থেকেই যেকোনো ওয়েবসাইটের কিউআর কোড তৈরি করবেন কীভাবে? কিউআর কোডের মাধ্যমে যে কেউ খুব সহজেই স্ক্যান করে ওয়েবসাইটে লগইন করতে পারবেন। অ্যানড্রয়েড ডিভাইসে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইটের কিউআর কোড তৈরি করা যাবে। এজন্য ক্রোম ব্রাউজারের ফ্ল্যাগ ব্যবহার করতে হবে। ধাপে ধপে দেখে নিন সেই পদ্ধতি।

স্টেপ ১। গুগল ক্রোম ওপেন করুন।

স্টেপ ২। ব্রাউজারের ওপরে অ্যাড্রেস বারে ‘পযৎড়সব://ভষধমং’ টাইপ করুন।

স্টেপ ৩। এখানে সার্চ বারে ‘ঝযধৎরহম ঐঁন’ সিলেক্ট করুন।

স্টেপ ৪। ড্রপ ডাউন বক্স সিলেক্ট করে ‘এনেবেল’ করে দিন।

স্টেপ ৫। এরপর সার্চবার ক্লিয়ার করে ‘ছজ ঈড়ফব’ সার্চ করুন।

স্টেপ ৬। এই ফ্ল্যাহটিও ড্র ডাউন মেন্যু থেকে এনেব্ল করুন।

স্টেপ ৭। স্ক্রিনের নিচে ‘রিলঞ্চ’ বাটন সিলেক্ট করে গুগল ক্রোমের নতুন ফিচার ব্যবহার শুরু করুন।

ওপরের ধাপগুলো শুধু একবার অনুসরণ করতে হবে। এরপর অ্যানড্রয়েড ফোন থেকে প্রতিটি ওয়েবসাইটের কিউআর কোড তৈরি করার জন্য এই ধাপগুলো অনুসরণ করুন।

স্টেপ ১। গুগল ক্রোম ওপেন করুন।

স্টেপ ২। যে ওয়েবসাইটের কিউআর কোড তৈরি করবেন সেটি ওপেন করুন।

স্টেপ ৩। অ্যাড্রেস বারে ট্যাপ করুন।

স্টেপ ৪। এবার শেয়ার অপশন সিলেক্ট করুন।

স্টেপ ৫। স্ক্রিনে ভেসে ওঠা তালিকায় কিউআর কোড সিলেক্ট করুন।

স্টেপ ৬। কিউআর কোড ডাউনলোড করে শেয়ার করুন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close