reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জানুয়ারি, ২০২৫

তাহমিনা শিল্পী

ভাতের থালা

খালি থালা,

শুধু শব্দ- চামচের টকাস, কাঁটাচামচের খটাস।

পিঠে চিমটি কাটা ক্ষুধা,

বুকের নিচে চাপা চাপা অভিমান।

দরজার ওপারে গন্ধ, রান্নার ধোঁয়া-

থালায় শুধু বেদনার বিলাপ।

শব্দেরা কখনো ভাত হয় না?

তারা কেবল ঝড়ের মতোন শূন্যতার সঙ্গী।

শূন্য পেটে বৃষ্টি নামে না,

তবু কল্পনায় ধানের মাঠ নড়ে।

হাঁটুভাঙা দিনগুলোও ভাত চায়,

তাদেরও শিকড়ে ক্ষুধা জমে।

তবু খালি থালা,

এবং শব্দের ঘুরপাক—

কোনো গল্পের শুরু হয় না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close