reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জানুয়ারি, ২০২৫

শামসুল বারী উৎপল

মানুষের মতো

এসো আজ মানুষের মতো হাঁটি

বানরের ফিটফাট পোশাক খুলে ফেলে

এসো আজ সবুজের বুক পকেটে গুঁজে দিই

রক্তবর্ণ গোলাপ। চলো না প্রেমিক হই

বিপন্ন সভ্যতার অন্ধকারে

এঁকে দিই আলোকিত চুম্বন,

অমৃত স্পর্শে এসো বলি সেই শব্দমালা

যা কখনোই উচ্চারিত হয়নি

তোমাদের কর্কশ মৃত্তিকায়,

এসো আজ মানুষের মতো বলি

অসহ্য শব্দদূষণের শারমেয় ব্যবহার

ভুলে গিয়ে আজ গুনগুন সুরে গাই,

ব্যাঘ্রের ধারালো দাঁত আর নখরের

সাম্প্রদায়িক ব্যবহার নিষিদ্ধ করে

এসো আজ আলোর নদীতে হাঁটি,

এসো আজ মানুষের পোশাকে আবৃত করি

অশুদ্ধ নগ্ন তোমাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close