reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জানুয়ারি, ২০২৫

নাফিসা ছবি

দেখা হোক

আমাদের দেখা হোক, কথা হোক

কোনো এক শরতে না-হয় শ্রাবণে।

আমাদের দেখা হোক, চোখে চোখ রাখা হোক

তীব্র শীতে কিংবা উষ্ণ ফাগুনে।

আমাদের দেখা হোক, ছোঁয়া হোক

কোনো অজুহাতে না-হয় বারণে।

আমাদের দেখা হোক, দীর্ঘ পথ হাঁটা হোক

প্রভাতে না-হয় সন্ধ্যায়নে।

আমাদের দেখা হোক, আঙুলে আঙুল ছুঁয়ে

কারণে কিংবা অকারণে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close