reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জানুয়ারি, ২০২৫

আমিনুল ইসলাম সেলিম

পুতুল

মেলায় যাই

ঝুমঝুমি কিনতে গিয়ে

হারিয়ে ফেলা শৈশব কিনে আনি

ফুল কিনতে গিয়ে কিনে ফেলি

আনকোরা মেয়েটির ফুলেল হাসি

ভেটের খৈ কিনতে গিয়ে

কিনে আনি আব্বার ফসল তোলার ঘ্রাণ

আর

বাতাসা কিনতে গিয়ে

আম্মার পিঠা বানাবার কসরত

এতকিছু কিনি-

কিন্তু পুতুল কিনতে গিয়েই ভড়কে যাই

হাত-পা, নাক-মুখ, চুলে ও চিবুকে

পুতুলগুলো অবিকল মানুষের মতো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close