reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জানুয়ারি, ২০২৫

কাজী লাবণ্য

দূর থেকে দূরত্ব

সর্পিল রাতেরা এসে চুপি চুপি বলে যায়

বহু কথা

তারপরও একরাশ নিঃসঙ্গতা

করে ফিসফাস,

দিনে দিনে দিনগুলো হয়ে উঠে

জ্যান্ত ইতিহাস,

অতঃপর, দাঁড়াই স্মৃতির সমুখে

বুকের পঙ্ক্তিতে খুঁজি প্রণয়ের পদ্য

বাদামের খোসার মতো আড়ষ্ঠতা ভাঙে

কিন্তু দূর ভাঙলেও

ভাঙে না দূরত্ব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close