reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জানুয়ারি, ২০২৫

দীপংকর গৌতম

পাখি উৎসবের কাকলিতে

পাখিডানায় ওড়ে ভাষার মুখবন্ধ

গ্রন্থ আগে না ভাষা, এ বিতর্ক পাখিরা করেনি

পাখির পালক পরে যারা এ কথা বলেছিল

তাদের ভেতরে অনেকগুলো মুখোশ ছিল

ছিল ভয়ংকর প্রতিহিংসার হিংস্র বারুদ।

তুমি ঘুমভাঙা পায়রা ডানায় শ্রান্তিতে ওড়ে

মুছে ফেলার ঘ্রাণ, এসো কুয়াশায় ভিজি

ওম নেই পাখি উৎসবের কাকলিতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close