অনলাইন ডেস্ক
১০ জানুয়ারি, ২০২৫
গোলাম রব্বানী
মুহূর্ত আসে জাদুবিদ্যার মতো
উড়োচিঠি ভেসে আসে প্রতিদিন এক বেনামি খামে
আসতে আসতে পুড়ে পুড়ে কালো কয়লা হয়-
ছাইয়ের স্মৃতি ভুলে পত্র; ছিনালির সেই দগদগে ঘা।
যদি কেউবা চর্চা করে অচি অচি ভাবসাব নিয়ে
শীত শীতকালই, গ্রীষ্মকাল ঠিক গ্রীষ্মকালই,
কাল আসে কাল;
শুভেচ্ছা হে, শুভেচ্ছা হে, অতিথি নও, শুভেচ্ছা নাও
ধন্যবাদ নাও, পুলকিত হও পৃথিবী,
আগুন নাকাল
বেঁচে আছি ভালো আছি
হোক তা মিথ্যে হোক তা সত্য
কারো কারো সাধের সৌধ যেন নাঙ্গের লীলা রঙ্গ
খলবল করে জিয়ল মাছের অল্পপাত্রের পানির মতো
বেশ যাচ্ছে দিন, মুড়ি কিনে খাও
হে দুঃখের নিঃসঙ্গ সতীন
একটি মুহূর্ত আসে একদিন ঠিক যেন
জাদুবিদ্যার মতো।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন