অনলাইন ডেস্ক
১০ জানুয়ারি, ২০২৫
মেহেরুন নেছা
পরিপোষণ পত্র
অমন যুবতী রঙের প্রেম তুমি ছাড়া আর কেই-বা দিতে পারে?
সেই কোন এক শরতে বলেছিলে ভালোবাসি!
সেই থেকে আজও আমি পাহাড়সম অপেক্ষা নিয়ে বসন্তের আয়োজন করি।
ভিনদেশি!
তুমি গল্পের নটরাজ হলে আমি সেই গল্পের সমাপ্তি।
অভিসম্পাত তোমায়;
তোমার বিনাশ হোক আমার হৃদয়ের ছোট্ট কুঠিখানায়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন