reporterঅনলাইন ডেস্ক
  ২৯ নভেম্বর, ২০২৪

আহমেদ শরীফ শুভ

নিদ্রাকুসুম

আমাকে জাগাবে এসো আসন্ন জলের প্রপাত

হিমের রাত্রিজুড়ে ওমের আগুন আনো গলে যাওয়া মোম

আধুলির এই পাড়ে আজও তুমি নতুন সিকির মতো

চিকচিকে জ্বলে উঠো কৃষাণীর ঝরে যাওয়া ঘাম

আমাকে জাগাবে যদি আহুতির ফাঁদ পেতে

নির্ঘুম তুমি আসো পূর্ণিমা-চাঁদ

ঘুমের মোহর দেব, আরো দেব

চাষের জমিনভরে নিদ্রাকুসুম

লাঙল জোয়াল কাঁধে কৃষক জাগলে পরে

ঋণশোধে তোমার দুচোখে দেব ক্লান্তির ঘুম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close