reporterঅনলাইন ডেস্ক
  ২৯ নভেম্বর, ২০২৪

সুনেহারী চৌধুরী সারিতা

সমর্পিত প্রেম

ভালোবেসে তোমাকে সমর্পিত করেছি

আমার সকল অধিকার।

দিয়েছি গভীর স্নেহমায়া

নিজেকে ভেবেছি তোমার কায়া

ভালোবাসার শৃঙ্খলে

তাই বাঁধিনি তোমাই

স্বাধীনতা করেছি দান।

এই স্বাধীনতার মর্যাদা রেখো

প্রিয় হয় না যেন অসম্মান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close