reporterঅনলাইন ডেস্ক
  ২৯ নভেম্বর, ২০২৪

তাহমিনা কোরাইশী

ফাঁদ

পাহাড় নদী মেঘ কৃষ্ণকায় অরণ্য

ওড়ে মন অবিচল সুস্থির

কোথায়ও কি ফাঁদ আছে পাতা!

বাঁধাহীন ওড়াউড়ি জেনেও

যাত্রাপথের বিরতি টানি

বহু প্রতীক্ষিত মিলন সময়ে

চঞ্চলা চঞ্চুতে মাখামাখি

আনন্দ উদযাপনে বাধা কই

পাহারায় কে আছে বলো!

পায়ে বেড়ি কি কেবল মানুষের!

দীর্ঘ সময় প্রতীক্ষার প্রহর কাটিয়ে

পথ চেয়ে বসে থাকা ক্লান্তহীন

শিহরিত অনুক্ষণ প্রেম বার্তায়

জীবন এক ভালোবাসার নামে

হয়ে যায় লণ্ডভণ্ড

কেবলই পোড়ে এই আঁখি

পোড়ে মন পোড়ে শরীর

শান্তিতে অবগাহন

সেই উড়ন্ত প্রেমিক পাখি

প্রেম ডুবে না জলে

কেবল ভাসমান তার গতি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close