reporterঅনলাইন ডেস্ক
  ২৯ নভেম্বর, ২০২৪

কবিতা : আলমগীর খোরশেদ

হেমন্তে কথা ছিল

কথা ছিল

কোনো এক হেমন্ত রাতে

জোছনা স্নানে ভিজব দুজন,

দূরের চাঁদ লজ্জায় লুকাবে মুখ

তুমি তার চেয়েও সুন্দর তাই,

কথা ছিল

সারারাত ঘোষ বাবুদের পুকুরপাড়ে

মিটাব দুজনার স্বপ্ন ঋণ

সব বাধা পেরিয়ে আমরা পৌঁছবোই

সুখের নীলাভ চূড়ায়,

আজ তুমি অন্যের লাজরাঙা বধূ

দূরে আমি একাকী বেদনা বিধুর,

ভুলে গেছো বেমালুম

কোনো এক হেমন্ত রাতে আমাদের

কী কথা ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close