অনলাইন ডেস্ক
০৮ নভেম্বর, ২০২৪
শাহনাজ নাজ
ফেরারি সময়
জ্যামিতিক জানালায় ধূসর কাঁচ
জল ছোঁয়ায় সিক্ত চারিপাশ,
স্যাঁতস্যাঁতে দেয়াল মেঘের ক্যানভাস
বিবর্ণ, ধূসর, পরিত্যক্ত।
মরিচা পড়ার লোহার রেলিং
ধাপে ধাপে বিস্তৃত সিঁড়ি,
বৃষ্টির জল ক্রমশ গড়ায়ে
সহজাত আশ্রয় পায়
শত সুখের আল্পনায়।
সম্পর্কের নিদারুণ অবহেলা
শ্যাওলা জমা ভিটেমাটি,
দিনে দিনে কতদিন হলো পার
মেলে না সে হিসাব।
বেনো জলে ভেসে যায়
আবেগের ফসল,
পরিমাপ হয়নি করা
কতটা ঝরেছে চোখের জল।
অচল স্বরলিপি
ভাষাহীন শব্দহীন জীর্ণ সংগীত
ভেজা ডানা ঝাপটায়
ক্লান্ত সফেদ ডানার চিল।
জানি, ফিরবে না কভু
পড়ন্ত আভায় সূর্য বিদায় নিলে
রংতুলি নীড়ে...
স্বপ্ন দেখার অভিলাষে,
একদিন ভালোবেসে।
বিমূর্ত বিস্মিত ফেরারি সময়
শিকলবিহীন পদযাত্রা
সীমানা ছেড়ে অসীমে
গন্তব্য অজানা।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন