reporterঅনলাইন ডেস্ক
  ০৮ নভেম্বর, ২০২৪

আমিরুল হাছান

পিতল কালার লিপস্টিক

চারদিকে হইচই চারিত্রিক সনদধারীর মানচিত্র

কথার স্লোগানে মুক্তকণ্ঠে পান চিবিয়ে পিক ফেলে

আতঙ্ক হই কালো শার্টে লাল রক্ত দেখে

পিতল কালার লিপস্টিক দেখে চমকে যাই

আঙুল আর চোখের নিশানায় যদি কামনার ঘুম ভেঙে যায়

স্বাভাবিকভাবে কাঁধের গামছাটা ঘামার্ত

মানুষের মাঝে আর্তনাদ গিলে খাচ্ছে কোন কপাল

কার ভাগ্যে কী জুটে কে খায় ধান;

কোন পাখি পাখা মেলে ডেকে দিয়েছে সব গুনগান

একদিন প্রজনন হবে বিশুদ্ব জলকন্যার

বাঁশবাগানের জমানো বাঁশের পানি

পিতলের লিপস্টিক ঠোঁটে উঠবে বারুদ হয়ে।

মনের ঘোষণা মনের ব্যথা মনের মিছিল

বিদ্রোহী হবে একদিন কিংবা আগুন হবে

অপেক্ষা থেকে অপেক্ষায় জন্মাবে ফসল হবে ধ্যানে

জন্মসূত্রে বাঁশি বাজবে খাজনা দেবে মনের জনকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close