অনলাইন ডেস্ক
০৮ নভেম্বর, ২০২৪
কবিতা : হেলাল আনওয়ার
নাগাল
তোমার শেকড় ধরে
আমি হাঁটতে থাকি
তবু তোমার থেকে আজও
যোজন দূরে।
কত প্রীতিময় সময়ে
তুমি নিবিড় হয়েছো
প্রেমপত্র লিখে ছেড়ে দিয়েছো
আমার সম্মুখ।
তোমার গোলাপি রঙের কথা
উজ্জ্বল আলাপের গহ্বর
অতলান্ত মনে হয়।
মনে হয় সাত আসমান
কিংবা পাতালের গুহায়
তুমি আছো
অধরা এক হাওয়ায় মিশে।
তোমার পিছু পিছু
চলতে বড় অসহায় মনে হয়
মনে হয় পাদুকার মতো
তুমি যত দূরে আছ
হয়তো শয়তানও যেতে অক্ষম
তোমার নাগালে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন