reporterঅনলাইন ডেস্ক
  ০১ নভেম্বর, ২০২৪

ইলিয়াস ফারুকী

জল তিতির-২

দেহ থেকে অতি ধীর পায়ে হেঁটে যায়

শৈশব, কৈশোর, ঠাহর করা যায় না।

নিজেকে অবাক রকম বিরহী মনে হয়ে,

যেন ফুঁ-দিলেই যন্ত্রণার দেয়াল প্রকাশ পাবে,

এবং অনুভব রূপান্তরিত হবে শক্তিতে।

প্রাচীন দেয়ালে ভাঙ্গা ভাঙ্গা চিকা মারা,

বহুকাল পূর্বে কারা যেন লিখেছিল-

মানুষের ওপর অতটা হয়ো না ভারি,

এতটাই হালকা হও যেমন, হালকা পায়ে

জলের ওপর দৌড়ায়ে জল তিতির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close