reporterঅনলাইন ডেস্ক
  ০১ নভেম্বর, ২০২৪

শেলী সেনগুপ্তা

ক্ষয়িষ্ণু দিনের গান

ভাগ্যকে বেঁধে নিয়ে ঐন্দ্রজালিক লাটাইয়ে

উড়ছি নীলাভ আকাশে

ভাগ্য ছাড়ছে সুতো

ওপরে উঠছি আমি

ক্রমশ আরো ওপরে

বিরুদ্ধ বাতাসে ভাসতে ভাসতে দেখছি

ছেড়ে আসা সবকিছুই ক্ষুদ্র,

নিপুণ নিরিখেই বোঝা যায়

হত্যাকারীর হাতের ধারালো ছুরিটিও

ক্ষুদ্র-

প্রথম প্রেমের রক্তাক্ত চুম্বনসম...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close