reporterঅনলাইন ডেস্ক
  ০১ নভেম্বর, ২০২৪

নূর কামরুন নাহার

মুচলেকা

বহু বিতর্কের পর মুচলেকা দিয়েছি

আমরা বন্ধু হবো না

বন্ধুত্ব বিষাদের বিষফল

হৃদয় জর্জর করা নোনা।

আমরা শত্রু হবো।

কোনো খেলা নয় নিখাত শত্রুতা।

সঙ্গীন উঠিয়ে ছুটে যাব

দেখাব কার কল্লায় কত রক্ত

রক্তের নোনা ছাড়া

জমিন কি হয় কখনো মুক্ত?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close