অনলাইন ডেস্ক
০১ নভেম্বর, ২০২৪
কবিতা : দিলীপ কির্ত্তুনিয়া
নেমে যাও তুমি
নেমে যাও তুমি পাহাড় থেকে
নেমে যাও সাত তাড়াতাড়ি
যদি তুমি অহংকারের পাহাড়ে
উঠে থাকো।
ওখানে উঠে থাকলে
পতন অনিবার্য
একেবারে অনস্বীকার্য।
পতনে তোমার অস্তিত্বও
খুঁজে পাওয়া যাবে না।
ভেঙে পড়ার পরে তোমাকে আর
কেউ মনে রাখবে না।
মাটির কত হাজার ফিটে
তলিয়ে যাবে তার কোনো ইয়ত্তা থাকবে না।
যদি তুমি অহংবোধের পাহাড়ে
উঠে থাকো তবে তাড়াতাড়ি নেমে পড়ো।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন