অনলাইন ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৪
কবিতা : হাফিজ উদ্দীন আহমদ
জীবনানন্দকে
আর কত হাঁটবে তুমি?
এবার থামবে নাকি?
হাতের মুঠোয় পুরে নবান্নের ধান
অদ্ভুত আঁধারে কত বেড়াবে ঘুরে?
হিজলের ছায়ায় একা লক্ষ্মীপেঁচা
তোমার অপেক্ষায় করে অভিমান
ধানসিঁড়ি নদীতীরে ডাহুকের দল
একাকী হল্লা করে কাটায় সময়
বৃক্ষের চোখগুলো মুদে আসে ঘুমে
তোমাকে কাছে পেতে শালিক দোয়েল
খোঁজে ফিরে রাত-দিন হতাশায় উড়ে
কদর্য কুজ্ঝটিকায় ঘাসের ফড়িং
রোদের আলো মেখে কেন পারে না
নিশ্চিন্তে আর সে যে ঘুমাতে এখন?
একবার থেমে দেখো বাংলার বুকে
একাকী জোছনা কাঁদে ছিন্ন বসন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন