reporterঅনলাইন ডেস্ক
  ১১ অক্টোবর, ২০২৪

আমিরুল হাছান

পাখি সবার মনে উড়বে

পৃথিবীর নিঃসঙ্গতা কেড়ে আমি হাজির হবো একদিন

জাগ্রতজনরা জাগবে আর অমানুষ কাঁদবে

সীমানার ভেড়ায় সীমার হবো না আমি

জেনে নিও আমার আছে বিবেকের অন্তর

তোমার পাখি যখন কাকতালীয়ভাবে কষ্ট দেয়

আমার মনের পাখি সবার মনে সুখ দেয়

অপেক্ষায় থাকার শব্দের উচ্চারণ বিশ্ব দেখবে

আমি সেদিন মাটির ধুলো পাউডার বানিয়ে

তোমার মুখে প্রলেপ দেব তোমার চেহারা তোমাকে চেনাব।

আশীর্বাদ আর আশ্রয় আমি চিনে ফেলেছি

সভ্যতার কাঠগড়ায় অসভ্য হইনি আমি

তবে পাখি উড়বে জাগ্রত জনতাকে ডাকবে

পরাস্ত হবে তোমার শিকল পরাস্ত হবে তোমার উচ্ছৃঙ্খল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close