অনলাইন ডেস্ক
১১ অক্টোবর, ২০২৪
সানাউল্লাহ সাগর
দুনিয়া
ইদানীং হাবিয়াহ দেখার ইচ্ছা হয়
আবার কখনো জান্নাতুল ফেরদৌসও-
সাত জীবন দূর থেকে তোমার ডাক আসে
-এদিকে তাকাও, এই যে আমি;
ঘুম ঘুম চোখে তোমার মুখে তাকাই
এবং বুঝতে পারি তুমিই সেই-
যার দিকে তাকালে বেহশত-দোজখ
সব দেখা হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন