অনলাইন ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৪
তাসনিম জাহান প্রীতি
আমার একটা সুখ দিবস চাই
আমার নিজের নাম যেখানে দুঃখী
সেখানে দুঃখ পালন করার জন্য আবার দিবস কীসের?
আমার চোখ দিয়ে যে অশ্রু এখন ঝরে
তা যে রক্তের বিন্দুর মতন টুকটুকে লাল।
চোখ দিয়ে যে শোকের বারি ঝরে
তা যেকোনো দিন, মাস, তারিখ দেখে আসে না।
৩৬৫ দিন আবার সন ভেদে ৬৬ দিনই
শোকের বার্তা হয়ে ঝরে পড়ছে।
দুঃখীজনের আবার দুঃখ পালনের দিন-রাত কীসের।
অন্ধজনের দিন-রাতের মতনই আমার
দিবস কেটে যায় অমানিশার আঁধারে।
নতুন করে দেহে কালো কাপড় জড়িয়ে কী হবে
আমার পুরো পৃথিবী যেখানে আঁধারের কালো ছায়ায় মোড়ানো।
আমার জন্য সুখের একটা দিন বের করো
যেখানে ফিরে পাব আমার শৈশব,
কৈশোরের অদ্ভুত সুখী হওয়ার দিন।
যে সুখকে পুঁজি করে ৩৬৫ দিন অনায়াসে কেটে যাবে।
শোক দিবস না আমার একটা সুখ দিবস চাই।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন