reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০২৪

এনাম রাজু

রাজনৈতিক ব্রেস্ট ফিডিং

আমরা আবারও ফিরে এলাম গাছতলায়, গাছের কাছে। কুশল জানতে চাইলে, বাম হাতের দিকে তাকিয়ে বুঝিয়ে দিলেন হাত হারানোর গোপনব্যথা। পুনরায় বলা হলো, কেমন আছেন? এবার ডানে ফিরে বোঝালেন, ডান হাত হারানোর ব্যথা। এরপর নিজেই জানালেন, শেকড় জুড়ে ছড়িয়ে যাওয়া ব্যাধির যন্ত্রণাও।

কথোপকথন শেষ না করেই আমরা ফিরতে শুরু করলাম। আর মনের অজান্তে মন গুনগুন করে গেয়ে ওঠে-

যে হাত ধরি আমি সেই হাত

অজুহাত বেশে দাঁড়ায় পথে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close