reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ফাহমিদা ইয়াসমিন

উধাও চোখের ঘুম

জাফলংয়ের ডাক পেয়েছি চা-বাগিচার রূপে

ডাক দিয়েছে মাধবকুণ্ডু সঙ্গোপনে- চুপে

ডাক এসেছে কুশিয়ারা-মনু-সুরমার জলের

ডাক এসেছে আনারস ও নানান রঙের ফলের।

ফুলের ডাকে ঘুম ভেঙেছে, পাখির গানের সুরে

হারিয়ে গেছে হতাশারোগ সীমা ছেড়ে দূরে।

এখন আমার মন ভালো রোজ পাখির ডানায় উড়ি

দুরন্ত মন উড়ছে যেন মেঘবালিকা ঘুড়ি

বৃষ্টি ধোয়া পাতার মতো রঙের শোভায় হাসি

সাগরকন্যা পাঠায় দাওয়াত যেন রাশি রাশি

আদর পাঠায় হেমন্ত রোদ শীতের পিঠা হাসে

বাসন্তী ডাক পাঠায় কিছু এমন ভালোবেসে...

ভালোবাসার ডাক পেয়ে কাল উধাও চোখের ঘুম

এখন ঘুমে জাগরণে শুধুই প্রেমের চুমখ...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close