reporterঅনলাইন ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর, ২০২৪

পত্রিকা আলোচনা

মন ছোঁয়া নদী

নারীর সৌন্দর্য তার সরলতায়, তার শরীরের ভাষায়। তার কমনীয়তায়। আর সে কারণেই চলার পথে হাজারও নারীর মধ্যে কাউকে কাউকে সহজেই চোখে ধরে। একই ভাবে অনেক লিটল ম্যাগাজিনের ভিড়ে কোনো কোনোটা মন কাড়ে, আদর পায়, সেটার ঝকঝকে, ছিমছাম উপস্থাপনার কারণে। এ ধরনের একটা সাহিত্যের কাগজ ‘নীলঘুড়ি’ হাতে পেলাম। এটার জন্ম তারিখ জুন ২০২৪। সংখ্যা হিসেবে দ্বিতীয়। সম্পাদক শাহানারা স্বপ্না। এ সংখ্যায় আছে ছয়টি প্রবন্ধ, চারটি ছোটগল্প, ১০টি কবিতা, ফাহমিদা ইয়াসমিনের ১০টি কাপলেট, একটি রম্য গল্প, একটি অতিপ্রাকৃত গল্প ও একটি সাক্ষাৎকার। এ পত্রিকা ভালো লাগার আরেকটি বিশেষ কারণ লেখার মান। প্রায় প্রতিটি লেখার মান সর্বোচ্চ। মানের দিক থেকে অর্থাৎ লেখা বাছাইয়ের ক্ষেত্রে সম্পাদক কোনো আপস করেননি। সস্তা লেখা দিয়ে পত্রিকার গায়েগতরে মোটা করতে চাননি। যেখানে ইকবাল খন্দকার, শফিক হাসানের মতো লেখকের প্রবন্ধ থাকে, ইসহাক খান, মোজাম্মেল হক নিয়োগীর মতো কথাসাহিত্যিকের গল্প থাকে, সেটা ভালো না লেগে পারে?

যাদের কবিতা এ সংখ্যা সমৃদ্ধ করেছে- আনোয়ারা সৈয়দ হক, আল হাফিজ, আফরোজা নিজামী, তৌফিক জহুর, সৈয়দ আহসান কবীর, এনাম রাজু, মনিরা মিতা, তাসনীম মাহমুদ, মোর্শেদ বিল্লাহ ও শরীফ নাফে আচ্ছাবের।

এনাম রাজুর ‘মানুষের সন্ধানে’ কবিতার কয়েকটি লাইন দেখে নিই- ‘মানুষ হওয়া নিয়ে কত গল্প ময়নার ঠোঁটে- /মানুষ হও মানুষ হও!/আবেদন খারিজ হয়, প্রশ্নের বুক ছিড়ে প্রশ্ন ঢিল ছুড়ি- /উত্তর একই শুধু ধরন আলাদা/তবুও থেমে থাকে না কৌতূহলের চোখ/ঝরে প্রশ্নের শৌর্য, ধৈর্যের ঘাম।’ এনাম রাজুর কবিতা পাঠককে ভেতর থেকে নাড়া দেয়। একই ভাবে পাঠককে ভাবতে শেখায়।

বিহারিদের নিয়ে তথ্যসমৃদ্ধ প্রবন্ধ লিখেছেন রম্য লেখক শফিক হাসান। মিরপুর-১১ নম্বরের কিংবা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে এখন অনেক বিহারি বাসা করছেন, তাদের আদ্যপান্ত নিয়ে প্রবন্ধ বিহারি ক্যাম্প। শফিক হাসানের লেখা বরাবরই সুখপাঠ্য।

মোজাম্মেল হক নিয়োগী ও ইসহাক খান ছাড়া আরো যাদের গল্প এ সংখ্যায় আছে- মাহমুদ সাজেদীন ও রিয়াজ মাহমুদ।

ফাহমিদা ইয়াসমিন সাহিত্যের ভিন্নধারা ‘কাপলেট’ লিখছেন। এজন্য তাকে সাধুবাদ জানাই। ১০টি কাপলেটের মধ্যে দু-একটা দেখে নিই- ‘ভালোবাসার গোলাপ দিয়ে জীবনযুদ্ধে জিততে চাও/চিতার আগুন যত্ন করে বুকের ভেতর গুছিয়ে নাও...।’ ‘মুছে তো দেবে না কেউ, ভুলে যেতে হবে তোমাকেই।/বৃষ্টির চাইতে ভালো ব্যাকস্পেস পৃথিবীতে নেই।’ ‘দিবসে দিবসে আসে কত কিছু পালনের ডাক।/ডাক শেষে ঘুম কাড়ে দায়িত্বের নাক।’

সব শেষে অসাধারণ একটা সাহিত্যের কাগজ প্রকাশের পেছনে সম্পাদকসহ অন্য যারা আছেন, সবাইকে ধন্যবাদ।

- সৈয়দ নূরুল আলম

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close