অনলাইন ডেস্ক
০৬ সেপ্টেম্বর, ২০২৪
মিতা আলী
মাহমূদ, তোর পতাকা রইল
‘মা’- আছি
যুগ যুগান্তরে আমিই রেখেছি বাঁচিয়ে
প্রজন্ম থেকে প্রজন্ম
পৃথিবীর সব মা
সবচেয়ে মূল্যবান কোহিনুর
পৃথিবীর অস্তিত্ব যত দিন
আমরাই তোদের প্রকৃত অবলম্বন।
এই ঘোর মূর্খ শাসকের জাঁতাকলে
তোরাই আনবি লাল সূর্যের রশ্মি
তোরাই ধরবি ন্যায়ের ঝাণ্ডা
কেঁপে কেঁপে ভেঙে পড়বে
অন্যায়ের সব কটা স্তর
তোরাই আলোক ভোর নিকষ কালোয়।
লাখো শহীদের পতাকা রঞ্জিত আজ
শহীদ আবু সাঈদ- মুক্তি নয়তো মৃত্যু
পাখির ডানার মতো হাত ছড়িয়ে
টান টান শিনায় সে দেখিয়েছে
মুমূর্ষু জীবন নয় তারুণ্যের
রক্ত নদীতে আজ স্বাধীন পতাকা
তোর গায়ে জড়ানো সেই পতাকা
রইলো আমার কাছে-
জানিস থাকবে অমলিন
বুকের যত্নে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন