reporterঅনলাইন ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর, ২০২৪

শারমিন সুলতানা রীনা

মর্মদাহ বেদনা

আমার চোখ থেকে চুরি হয়ে গেছে ঘুম

রাতের নিগূঢ় অন্ধকারে সাথে

আঁতাত করে এপাশ-ওপাশ করি

আমার ঘুম আসে না

ঘুমের শোকে আমি কাঁদতে চেষ্টা করি

আমার অশ্রুও কখন যে লুট হয়ে গেছে

শোকের ব্যথিত পাথরে চাপা পড়ে

আটকে আসে দম

হাতে পানি নিয়ে ফিরে আসবে না মুগ্ধ

আসবে না সাঈদসহ আমার সব সন্তান

যারা নির্দ্বিধায় দিয়ে গেছে প্রাণ

এই দেশ যা আমার চিরায়িত অহংকার

আমার অহংকার আজ ক্ষত-বিক্ষত রক্তাক্ত

রাজপথে আমার সন্তানের

রক্তের ওপর আমি ক্ষুধার্ত নেকড়ে দেখি

আমার বুক শূন্য করে যে পাখি

উড়ে গেছে

কোনো দিন আর ফিরবে না ঘরে

ভালোবাসার বন্যায় ভেসে যেতে

হৃদয় কয়লা হলে তা আর কতটুকু পোড়ে

বিবর্ণ ঘাসে ফোটে না ঘাসফুল

আমার সন্তানের বেঁচে থাকার আকুতি

লাঙলের ফলা হয়ে চিরে দেয় পাঁজর

মর্মদাহ এই বেদনা মা হয়ে আমি কী

দমিয়ে রাখার সক্ষমতা রাখি?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close