অনলাইন ডেস্ক
০৬ সেপ্টেম্বর, ২০২৪
সালাম সালেহ উদদীন
মনবিলাসী জীবন
প্রসন্ন চোখে জলের ধারা নামে
হৃদয়ের নেপথ্য সরোবরে
স্তিমিত সময় কাঁদে ডুবন্ত সূর্যের জন্য
জোনাকির নেভা-জ্বলা রাতের সৌরভ
নদী ও নারীর মায়ায় ডুবে আছে জীবন
জলে ভাসা পদ্ম নয়
শেওলা হতে চেয়েছিলাম
মনবিলাসী জীবন
ফিরে পেতে চায় উল্লাসকাল
নতুন সৃষ্টিতে জাগে নব উদ্দীপনা
নির্জন সুখে যৌবন কাঁদে
তীব্র বাসনায়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন