অনলাইন ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৩
সঞ্জয় দেওয়ান
কামনার হাহাকার
জন্মান্ধ সন্ধ্যারা ডানা মেলে উড়ে যায়
তন্দ্রাচ্ছন্ন অতীতের গর্ভে, নিবিড় সংগোপনে।
আঁজলা-ভরা বিষাদ ফিসফিস করে কানেমুখে
রাত্রি নির্ঘুম থাকে এসরাজের বিষণ্ণ সুরে।
প্রাচীন আঁধারে কে তুমি ডাকো মিহি স্বরে?
রুগ্ণ আত্মার কামার্ত হাহাকারে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন