
১৭ নভেম্বর, ২০২৩
শেলী সেনগুপ্তা
না ফেরা নয় মোমের পুতুল

ডাকলেই ফিরে আসা-
এমনটি নয় ‘না’ শব্দটি চিতায় উঠেছে
ডাকলেই ফিরে আসতে হবে!
এমনটি নয়
‘না’ শব্দটি মোমের পুতুল
উষ্ণতায় গলে যাবে
এমনও তো হতে পারে-
ফেরার ছায়াটি কেঁপে ওঠার আগেই
‘না ফেরা’টুকু নিশ্চিত হয়েছে
এমনও তো হতে পারে-
‘না ফেরা’র মহাজনী সুদ
আজীবন শোধার পথ খুলে গেল
ডাকলেই ‘না ফেরা’-
কখনো বাঁকের পরে বাঁকে
পায়ের ছাপ হয়ে মিলিয়ে যায়...
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন