reporterঅনলাইন ডেস্ক
  ১৭ নভেম্বর, ২০২৩

আরিফ মঈনুদ্দীন

সবকিছু বলা হয়ে গেছে

(ফিলিস্তিনি জনগণের জন্য)

সবকিছু বলা হয়ে গেছে জনে জনে

বিধ্বস্ত বাড়ির দেয়াল ভাঙার শব্দের কাছে তুচ্ছ আমাদের কান্না

বোমারু বিমানের অহংকারী গুঞ্জরণের কাছে নস্যি আমাদের হাপিত্যেশ

আমাদের প্রতিবাদের মিছিল দ্যুতি ছড়ানোর আগে

আরবীয় প্রতিবেশীরা গর্জনসর্বস্ব অভিধায় পেছনের দরজা দিয়ে

ডাক দিয়ে যায়-

ডলারের তোড়ে তখ্তের লোভে ভেসে যায় বেহিসেবি কিছু লোক

আমরা মরে যাচ্ছি- বেঁচে আর লাভ কী বলো!

তারপরও বাঁচতে হবে- আগামী দিনের যুবকরা যারা

কৈশোর পাড়ি দিয়ে এসেছে

নিজের বাড়ি চেনার যজ্ঞে নেই কোনো ভুল

তবুও দিতে হয় ভুলের মাশুল

পায়ের নিচের দুই পা মাটি অতি সজাগ, কিছুই ভুলে না সে

সবকিছু জানতে- বুঝতে বুঝতে সময় বহিয়া যায়

কী আর বলব! কীভাবে হাতে ধরিয়ে দেব- এই মাটি আমার

তোমরা যতই বলো অস্ত্রের বাগাড়ম্বর কথা বলে

তার হৃদয় কিন্তু দুর্বল

সত্যের সঙ্গে সমান তালে হেঁটে গেলে

কিছু না-বলেও যখন সময় হবে- পাওয়া যাবে সব

এসবই তার কারিশমা তিনিই মহান রব

আমরা মরে যাচ্ছি- এ কথা ঠিক না

আমরা বীজ বপন করে যাচ্ছি- এক দিন এই বীজ গাছ হবে

মনোহর বাগান বাড়ি স্বাগত জানাবে আমাদের প্রজন্মকে।

আমার শেষ হয়ে যাচ্ছি না

মৃত্যুর পালকিতে চড়ে শহীদের জন্য সাজানো দরজা দিয়ে

ঢুকে যাচ্ছি পরপারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close