reporterঅনলাইন ডেস্ক
  ২২ সেপ্টেম্বর, ২০২৩

সৈয়দ আনোয়ার রেজার তিনটি কবিতা

সৈয়দ আনোয়ার রেজা থাকেন যুক্তরাজ্যের লিডসে। লেখালেখি শুরু স্কুল সময় থেকেই। কবি ও কথাসাহিত্যিক। আবৃত্তিকার, অভিনেতা, উপস্থাপক এবং সংগঠকও। লেখায় মা মাটি মানুষের কথা সুস্পষ্ট বর্ণনা করেন। মানুষের অধিকার যেখানে ক্ষুণ্ণ হয়েছে, সেখানেই কলম চালিয়েছেন তিনি। পাশাপাশি প্রেম-বিরহ এবং নতুন প্রজন্মকে দেশ গড়ার নির্দেশনাও পাওয়া যায়। তার কবিতার ভাষা এবং শব্দচয়ন ফুলের মতো অমিত মূর্ছনা ও সৌন্দর্যবর্ধন করে।

নব-নব রং

চোখ বন্ধ করে শ্বাস নাও,

আর নিশ্বাস ছাড়ো,

হৃদয়ের অনুভূতি দিয়ে জড়িয়ে ধরো,

মুহূর্তে দোলা দিয়ে উঠবে মিষ্টি সুর!

চোখের পিপাসা, স্বপ্নের পানিতে গড়াবে

মৃদু বাতাসের সাথে জলীয়বাষ্প হয়ে।

হৃদয় গভীরের রঙিন ছবি হবে

সময়ের প্রেম।

জীবনের নৃত্য খোঁজে নেবে নব-নব রং।

চোখে বন্ধ করে শ্বাস নাও, মনে করো

আমি তোমার পূর্ণ নৃত্যের অপেক্ষায়।

মৃদু চুম্বন

রাতের নিস্তব্ধতাকে আলিঙ্গন করে ঘুমিয়েছিলাম-

চাঁদের নরম আলোর বিছানা সঙ্গী করে।

হঠাৎ কোনো এক অদৃশ্য হাতের

মৃদু স্পর্শে জেগে উঠলাম,

রহস্যময় স্পর্শ জাগিয়ে দিল ঘুমন্ত অনুভূতিকে।

যেভাবে ঘুমন্ত বাঘ জেগে যায় হরিণীর ঘ্রাণে!

স্নিগ্ধ আলোর অদ্ভুত মুহূর্তগুলো

মায়াময় ঘোরে কেটে যায়,

তখন হৃদয়ের অতল গহ্বরে ভয়ংকর জোয়ার।

এটা বাস্তবতা নাকি স্বপ্নে তোমার মৃদু চুম্বন?

স্মৃতির দর্পণ

পুড়ে যাওয়া হৃদয়ে, হঠাৎ হঠাৎ স্মৃতি দুর্গন্ধ ছড়ায়

জীবনের গতিকে স্তব্ধ করে আবার প্রজ্বলিত হয় সে।

যখন হৃদয়ের পবিত্র কক্ষে উপস্থিত হয়!

সুখ-দুঃখ দুটোই দর্পণ হয়ে যায়।

আমি কতদিন দর্পণ দেখি না!

কারণ, সময়ের দাপটে হারিয়ে গেছি

নিকষ অন্ধকারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close