
১৫ সেপ্টেম্বর, ২০২৩
বাপ্পি সাহা
ভালোবাসার অন্তরালে

তুমি যে আমার হৃদয়-রাঙা প্রজাপতি
ডানা মেলে উড়ে বেড়াও হে পার্বতি
ভালোবাসার কাছে ভালোবাসার আশ্বাস
তুমি থাকো আমারই হয়ে পূর্ণ অভিলাষ।
মনের আকাশে মেঘ দেখিয়ে খেলো খেলা
ভালোবাসাহীন চোখের জলে যাবে বেলা
আমার মনে তুমি ঝিকিমিকি আলোর রবি
মন আলোতে মন মিলিয়ে খুঁজি প্রতিচ্ছবি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন