reporterঅনলাইন ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর, ২০২৩

তাসলিমা কবীর রিংকি

শরৎ প্রেম

দূর্বাঘাসের শিশিরের মতো তুমি

বুকে মিশে থাকো বিন্দু বিন্দু ঘাম হয়ে

শরৎ আকাশে শুভ্র শাড়ি হয়ে পেঁচিয়ে

আমার অঙ্গে জড়িয়ে থাকো সারাক্ষণ

রাতের শিউলির মতো ঝরে পড়ি বুকে।

তুমিই আমার মেঘরাঙা রংধনু প্রেম

কাশফুলের মতো নরম তুলতুলে

প্রেমের স্পর্শে আমাকে জাগিয়ে রাখো।

শরতাকাশে মেঘবৃষ্টির লুকোচুরি খেলায়

তুমি হও আকাশ আর আমি শুভ্র মেঘ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close