
১৫ সেপ্টেম্বর, ২০২৩
আলম মাহবুব
পথ ও পা

পথে পা, দূর দিগন্তে আলো নদী গান
আকাঙ্ক্ষা মানুষের প্রণয়ে গোলাপ গন্ধ
ভাঙা সাঁকো বৃষ্টির নূপুর
পা হাঁটে নাকি পথ ভ্রমণে যায়
স্বপ্নপোড়া দিন পথের ধারে ভালোবাসার হাত
পায়ে পায়ে সন্ধ্যার আলো
স্মৃতি চোখ বন্ধ
ছেঁড়া নদী পায়ের গল্প শুনে খুব
বৃষ্টি পথে কার অশ্রু
সময়ের সাহসী পা শুধু আগুন পথে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন