reporterঅনলাইন ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর, ২০২৩

অনিল সেন

মুক্তবিহঙ্গ

আমার মৃত্যু দেখে কেঁদো নাজানি

আমি পড়ে যাচ্ছি না কোনো অন্তর্হীন

ভয়ংকর কূপে!

ক্ষণে ক্ষণে জন্মণ্ডমৃত্যুর খেলায়

হারিয়ে যাব- একি অদ্ভুত বয়ান!

আমি পুড়ে যাব না অগ্নিতে

পোকামাকড়ের খাদ্য তালিকায়

আমাকে রাখা যাবে না

চিতা জ্বলে ওঠার আগেই

আমি মুক্তবিহঙ্গ

পানকৌড়ির সাথে মৎস্য সন্ধানে মশগুল

শিশির হয়ে জ্বলতে থাকব নতুন রোদে

এই বাংলার সর্বত্রই জেগে উঠব

পুরাতন ভঙ্গিতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close