reporterঅনলাইন ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর, ২০২৩

জাকির আজাদ

ব্যর্থতার পরিশিষ্ট

ন্যায়-অন্যায়ের জটিলতর প্রশ্ন তুলে,

সুখণ্ডদুঃখের চির বন্ধন ফেললে খুলে

কার নিমিত্তে কীসের অর্জন গেলে ভুলে

অথচ ভেবেই দেখলে না কী ছিল মূলে।

মেকির মোহে মাতাল হয়ে পড়লে ঢুলে,

মিথ্যা খ্যাতির ছোঁয়ায় উঠলে ফেঁপে-ফুলে

আমার কল্পিত পৃথিবীটা উঠল দুলে

আমি গেলাম বেদনা ও যন্ত্রণায় ঝুলে।

এখন আমার দিন যায় অস্থিরতা ধুনে,

রাত উন্মাদনায় মাতে নিদ্রা হত্যা খুনে

জীবনের সব ব্যাকরণ ভুল শব্দ বুনে

প্রহরে প্রহরে ব্যর্থতার সুর কান শুনে।

পরিস্থিতি বাধ্য করে হয়ে যেতে ঘরকোণে,

সব বেলাতে তীব্র বিষাদ মাখে অলক্ষুণে

সু-স্মৃতি রক্ষিত বাক্স ভরেছে অসহ্য ঘুণে

জীবন আয়ুর সমাপ্ত দিনের সংখ্যা গুনে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close