reporterঅনলাইন ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর, ২০২৩

সংবাদ

হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কারের জন্য বই আহ্বান

‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২৩’-এর কার্যক্রম শুরু হয়েছে। ২০১৫ সালে এই পুরস্কার প্রবর্তিত হয়। এ বছর অনুষ্ঠিত হবে নবম আয়োজন।

দুটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। প্রথম ক্যাটাগরির ক্ষেত্রে পূর্ববর্তী বছরে প্রকাশিত কথাসাহিত্যের জন্য অথবা কথাসাহিত্যে সার্বিক অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এর অর্থমূল্য পাঁচ লাখ টাকা।

দ্বিতীয় ক্যাটাগরির ক্ষেত্রে পূর্ববর্তী বছরে প্রকাশিত কথাসাহিত্যের জন্য ৪০ বছরের মধ্যে লেখককে নবীন সাহিত্যশ্রেণিতে এই পুরস্কার দেওয়া হয়। এর অর্থমূল্য এক লাখ টাকা।

সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য নির্বাচিত লেখক চূড়ান্ত করেন পুরস্কারের জন্য গঠিত বিচারকরা। অন্যদিকে নবীন সাহিত্যশ্রেণিতে পুরস্কারের বিষয়টি চূড়ান্ত হয় ৪০ বছরের মধ্যে লেখক বা তার পক্ষ থেকে জমা করা বইয়ের ভিত্তিতে। গত বছরের (২০২২) ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত কথাসাহিত্যের বই এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কারের জন্য বিবেচিত হবে।

এ সময় প্রকাশিত সাত কপি বই ১৪ সেপ্টেম্বরের মধ্যে ‘অন্যদিন’ (৬৯/এফ গ্রিন রোড, ঢাকা-১২০৫) দপ্তরে জমা দিতে হবে। সেই সঙ্গে লেখকের বয়সের সনদও (জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্টের ফটোকপি) জমা দেওয়া আবশ্যক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close